logo
আপডেট : ৫ জুন, ২০২২ ২২:৫৩
'নেইমারের উপর নির্ভরশীল নয় ব্রাজিল'
অনলাইন ডেস্ক

'নেইমারের উপর নির্ভরশীল নয় ব্রাজিল'

নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে কোরিয়ার বিপক্ষে জোড়া গোল করেন নেইমার। আর এতেই কিংবদন্তি পেলের ৭৬ গোল থেকে চারটি গোল পেছনে আছেন তিনি। জাতীয় দলে নিয়মিত গোল করে দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন তিনি। বুঝিয়েছেন নিজের গুরুত্ব।

তবে বর্তমান ব্রাজিল দল ম্যাচ জয়ে নেইমারের উপর নির্ভরশীল নয় বলছেন কোচ তিতে। তাঁর মতে,নতুন প্রজন্মের খেলোয়াড়রা ম্যাচ জিততে এখন প্রস্তুত।

আগামীকাল বিকেলে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের আগে আজ তিতে বলেছেন,'আমি দীর্ঘদিন জাতীয় দলের দায়িত্বে আছি। এই সময়ে আমি অনেক ভুল করেছি এবং কিছু ভালো সিদ্ধান্তও নিয়েছি। আমাদের নতুন একটি প্রজন্ম আসছে এবং আমি একটি ভাল কাজ করেছি তা হল অনেক খেলোয়াড়কে বের করে আনার চেষ্টা করেছি। এখন আমরা আক্রমণভাগে শুধু মাত্র একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নই। '

গতবছর তরুণ রিচার্লিসন, ব্রুনো গিমেরাসদের নিয়ে অলিম্পিকে সোনা জেতে ব্রাজিল। সেই দলের বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় বর্তমান ব্রাজিল স্কোয়াডে জায়গা করে নিয়েছে। তাদের নিয়েই বিশ্বকাপ স্বপ্ন বুনছে ব্রাজিল। দলের সহকারী কোচ সেজার সাম্পাইয়ো বলেন,'আমাদের দলে গতিশীল ও প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। '