logo
আপডেট : ৬ জুন, ২০২২ ১৮:২০
ডলারের বিপরীতে টাকার মান আরও কমল
অনলাইন ডেস্ক

ডলারের বিপরীতে টাকার মান আরও কমল

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমেছে।

সোমবার (০৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

যা গতকালও (রোববার) এক ডলা‌র কেনা গেছে ৮৯ টাকা ৯০ পয়সা পয়সায়। গত ২৭ এপ্রিলে ছিল ৮৬ টাকা ২০ পয়সা।

২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট দেখা দেয়। ফলে ডলারের বিপরীতে টাকার মান শুধু কমছেই।

২০২১ সালের আগস্টের শুরুতেও আন্তঃব্যাংকে প্রতি ডলারের মূল্য একই ছিল। এরপর ৩ আগস্ট থেকে দুই-এক পয়সা করে বেড়ে ২২ আগস্ট প্রথমবারের মতাে ৮৫ টাকা ছাড়িয়ে যায়।

চলতি বছরের ৯ জানুয়ারি আবার বেড়ে যায়, গিয়ে পৌঁছায় ৮৬ টাকায়। গত ৯ মাসের ব্যবধানে প্রতি ডলারে দাম বেড়েছে এক টাকা ৯০ পয়সা। এখন দাম গিয়ে ঠেকেছে ৯১ টাকা ৫০ পয়সায়।

চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছুদিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে ৬ষ্ঠ দফায় ডলারের দাম বাড়ানো হল।