logo
আপডেট : ৬ জুন, ২০২২ ২১:২০
পঞ্চগড়ে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১২ থেকে ১৫ জুন ৪ দিন ব্যাপী পঞ্চগড় জেলায় ১ লাখ ৫৫ হাজার ১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পাঁচ উপজেলা এক পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে জেলায় এক হাজার ৭৭ টি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. রফিকুল হাসান এসব তথ্য জানান। সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবু মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।