logo
আপডেট : ১৫ জুন, ২০২২ ১৯:০৩
আত্রাইয়ে জনশুমারি ও গৃহ গণনার শুভ উদ্বোধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

আত্রাইয়ে জনশুমারি ও গৃহ গণনার শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে  জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টা এক মিনিটে আহসানগঞ্জ রেল স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি আবুল কালাম আজাদ, ওসি তদন্ত মো. লুৎফর রহমান, এস আই প্রদীপ কুমার সরকার, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, জনস্বাস্থ্য অফিসার সুমন কুমার রায়, আইসিটি অফিসার সানজির আহম্মেদ শিশির, উপসহকারী কৃষি অফিসার কেরামত আলী, 

উপজেলা পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত বারোটা এক মিনিটে জনশুমারি কার্যক্রমের উদ্বোধনের পর আহসানগঞ্জ ও সাহাগোলা রেল স্টেশনে ২৬ জন ভাসমান মানুষকে গণনার আওতায় আনা হয়।