logo
আপডেট : ১৯ জুন, ২০২২ ১৫:৪৫
বিরামপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ-৩
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥

বিরামপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ-৩

বিরামপুরে পুরাতন টায়ার পুড়ে তেল তৈরির কারখানায় ট্যাংকের গ্যাস বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুত্বর ভাবে দগ্ধ হয়েছে। তাদের সবাইকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কের পাশে দূর্গাপুর শালবাগান এলাকায় গ্রীন অয়েল নামের একটি কারখানায় গত ৬ মাস ধরে পুরাতন টায়ার পুড়ে তেল তৈরি করা হতো। রবিবার (১৯ জুন) সকালে ঐ কারখানায় ট্যাংকের গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক সিলেট জেলার রনি (১৮) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাজেদুর (২৬) ও আব্দুল কাদের (২৬) দগ্ধ হলে তাদের বিরামপুর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুত্বর দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তাৎক্ষনিক তাদের রংপুর হাসপাতালে নেওয়া হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও থানার পুলিশ, ফাযার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, উপজেলা প্রশাসনের অগোচরে কারখানাটি চালানো হচ্ছিল। দূর্ঘটনার পর থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।