logo
আপডেট : ২০ জুন, ২০২২ ২০:৩৭
পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হল রোভারদের আবাসিক ক্যাম্প
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হল রোভারদের আবাসিক ক্যাম্প

পঞ্চগড়ে টেকনিকাল এন্ড বিএম কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউটস সদস্যদের ‘৩য় কোর্স ফর রোভার মেট ২০২২’র ক্যাম্পেইন শেষ হয়েছে।

গত রোববার রাতে জেলার প্রধান বিদ্যাপিঠ মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মহা তাবু জলসার মাধ্যমে চার দিনব্যাপি ওই কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যাম্পেইনে জেলার বিভিন্ন এলাকার কয়েকটি টেকনিকাল এন্ড বিএম কলেজ ও মাদ্রাসার ৩২ জন শিক্ষার্থী রোভার স্কাউটসের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। মহা তাবু জলসার সময় রোভার সদস্যরা সিলেটের বন্যা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে নাটিকা এবং বিভিন্ন দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও পঞ্চগড় রোভার স্কাউটসের কমিশনার অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়। এসময় বিসিক নগর ট্যাকনিকাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. দেলদার রহমান, বাংলাদেশ রোভার স্কাউটস পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রভাষক আবু সায়েম, প্রভাষক শহিদুল ইসলামসহ রোভার স্কাউটসের বিভিন্ন পদবীর রোভাররা উপস্থিত ছিলেন।