logo
আপডেট : ২৩ জুন, ২০২২ ১৫:৫৭
পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা

পঞ্চগড়ে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শামীম সিদ্দিকের সঞ্চালনায় কর্মশালায় পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ. ন. ম. আব্দুল করিম, পেশ ইমাম মুফতি আহমাদুল্লাহ মাসরুর, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি আব্দুস সামাদসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সরকারি জাকাত ফান্ড থেকে  ১২ জন দুঃস্থ মানুষের মধ্যে ৯৮ হাজার টাকা বিতরণ করা হয়।