
২০১৯ সালের পর আরও একবার উইম্বলডনের কোর্টে ফিরেই ঘাম ঝরানো জয় পেলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। প্রত্যাবর্তনটা হল কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে। আর্জেন্টাইন প্রতিপক্ষ ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিপক্ষে ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।
২০০৮ আর ২০১০ সালের চ্যাম্পিয়ন নাদাল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে।
তাকে হারালেই স্প্যানিশ এই টেনিস তারকা পৌঁছে যাবেন শেষ ৩২-এ।
পায়ের চোটে এবারের আসরে তার খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। চোট নিয়েই তিনি খেলেছেন এবারের ফরাসি ওপেনে। সেখানে প্রতিটি ম্যাচ খেলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। তবু শিরোপা হাত ছাড়া হয়নি নাদালের। রেকর্ড ১৪তম বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।
একই দিন মেয়েদের এককে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারান র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় শিয়াতেক। পোলিশ তারকার এটি টানা ৩৬তম জয়। একুশ শতকে প্রথম নারী হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ছাড়িয়ে গেলেন ২০০০ সালে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা ৩৫ জয়ের রেকর্ড।