logo
আপডেট : ৩ জুলাই, ২০২২ ০০:৩১
রাণীনগরে সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি’র মতবিনিময়
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

রাণীনগরে সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি’র মতবিনিময়

নওগাঁর রাণীনগর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে থানার অফিস কক্ষে  এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময়কালে ওসি আবুল কালাম আজাদ বলেন, রাণীনগর থানায় আইনশৃংখলা নিয়ন্ত্রন ও এলাকার উন্নয়নে পুলিশ সাংবাদিক 
একসাথে কাজ করবে।
 
মাদক,সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে পুলিশ- সাংবাদিক একে অপরের সাথে তথ্য বিনিময় করবে এবং উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহŸান জানান। এছাড়া সাধারণ মানুষ যেন অযথা হয়রানী না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হবে বলে জানান তিনি। এক্ষেত্রে রাণীনগর থানাধীন সকল নাগরিককে সহযোগিতার অনুরোধ জানান। মত বিনিময়কালে থানার ওসি (তদন্ত) সেলিম রেজা,থানায় কর্মরত অফিসারবৃন্দ এবং রাণীনগরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।