logo
আপডেট : ৩ জুলাই, ২০২২ ২২:২৯
পল্লী উন্নয়ন সংস্থা বাঁশোর জলবায়ু পরিবর্তনের বিপদ বিষয়ক কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি

পল্লী উন্নয়ন সংস্থা বাঁশোর জলবায়ু পরিবর্তনের বিপদ বিষয়ক কর্মশালা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় পল্লী উন্নয়ন সংস্থা বাঁশোর বাস্তবায়নে গত শনিবার দিনব্যাপী বগুড়ার নন্দীগ্রামে জলবায়ু পরিবর্তনের বিপদ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সংস্থার সভাপতি মোদাচ্ছির রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে অংশ নেন বজলুর রশিদ ও রমজান আলী। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক বলেন, জলবায়ু পরিবর্তনের বিপদ হতে রক্ষা পেতে হলে পরিবেশ সুরক্ষায় এবং ক্রমবর্ধমান দূষন রোধে বণভূমি ও জীববৈচিত্র সংরক্ষণ করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি মাটি, পানি ও বায়ুর ওপর দূষণের চাপ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদনে পানি সরবরাহ নিশ্চিত, উর্বর কৃষি জমি সুরক্ষা, নিরাপদ পানি ও জলের নিশ্চয়তাসহ পরিবেশ সম্মত নদী-খাল ও জলাধার রক্ষায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ রক্ষার নিমিত্তে গাছ বিতরণ করা হয়।