logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৪১
হিলিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি
হিলি প্রতিনিধি

হিলিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি

হিলিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।সোমবার (০৯-সেপ্টেম্বর) দুপুর ৩ টায় হাকিমপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হিলি স্থল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম আনসার সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরন করেন। এসময় সেখানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।উপজেলার ৪০জন ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে আমলকি, হরতকি, বহেরাসহ ফলজ ও ওষধির ৫টি করে চারা বিতরন করা হয়। এসব গাছ তাদের বাড়িসহ আশেপাশের ফাকা স্থানে লাগানোর জন্য দেওয়া হয়েছে।