
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার ৭ দিনের মাথায় আহত ৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। নিহত যুবকের নাম আয়াতুল ইসলাম আয়াত।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহত আয়াত হাটহাজারীর উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কবির লাইন ম্যানের বাড়ির আব্দুস শুক্কুরের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশিক।
তিলি বলেন, আয়াতুল ইসলাম আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দিকে মারা গেছেন।
এদিকে আইসিইউ’র চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রনয় কুমার দত্ত শুক্রবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আয়াতের মৃত্যু হয় নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে শুরুতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাসমির পাভেল নামের একজনকে আইসিইউতে নিয়ে আসা হয়। এর একদিন পর নিয়ে আসা হয় আয়াতকে।