logo
আপডেট : ৬ আগস্ট, ২০২২ ২১:৫৭
বগুড়ায় কড়ি-সঞ্চয় সমিতির বর্ষপূর্তি ও কমিটি গঠন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কড়ি-সঞ্চয় সমিতির বর্ষপূর্তি ও কমিটি গঠন

সামাজিক দায়বদ্ধতা নিয়ে গড়া কড়ি-সঞ্চয় সমিতির এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কমিটি গঠন হয়েছে।

শুক্রবার রাতে বগুড়া শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোরঞ্জন দাস। সভায় আয় ব্যায়ের হিসাব প্রদান করেন জয়ন্ত দেব। দির্ঘ আলোচনা সভা শেষে মনোরঞ্জন দাস বাদরকে সভাপতি ও আব্দুল্লাহহেল কাফি তারা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। এই কমিটির সহ সভাপতি দুইজন হলেন প্রভাত সাহা ও কার্তিক দত্ত, কোষাধ্যক্ষ হলেন জয়ন্ত দেব, সাংগঠনিক সম্পাদক বরুন সাহা তনু, কার্যনির্বাহী সদস্য হলেন এইচ আলিম, তৌফিকুল আলম, মোশারফ হোসেন, লুবনা জাহান ও সাদমিন কলি।

সভায় বলা হয়, সামাজিকভাবে কড়ি সঞ্চয় সমিতিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের কাজের মধ্যে দিয়ে কড়ি সঞ্চয় সমিতি এগিয়ে যাবে।