logo
আপডেট : ১০ আগস্ট, ২০২২ ১৬:২৩
সাপাহার জবই বিলে প্রেস ক্লাবের সাংবাদিকদের ভ্রমণ ও আলোচনা
সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

সাপাহার জবই  বিলে প্রেস ক্লাবের সাংবাদিকদের ভ্রমণ ও আলোচনা

আনন্দ উল্লাসে মাতি জবই বিলে ছুটি স্লোগানের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সাপাহার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের জবই ব্রিজ বিল এলাকায় ভ্রমণ।
 
এ সময় দিলে পর্যটন কেন্দ্র স্থাপনের উপকারিতা ও পর্যটকদের সুবিধা ও অসুবিধার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
 
আলাপচারিতায় নেতৃবৃন্দ বলেন সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের স্থানীয় সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হলে অর্থাৎ দিলে পর্যটক কেন্দ্র ও অপরদিকে পাখির আবাসস্থল অভাসশ্রম গড়ে  উঠলে জবই বিল মানুষের প্রাণ কেন্দ্রে পরিণত হবে। বর্তমানে জবই বিলে প্রতিনিহত শত শত দর্শনার্থীর সমাগম ঘটে, কেউ নৌকা করে পুরো বিল ঘুরে দেখার আনন্দে মেতে ওঠে আবার কেউবা অতিথি পাখির দেখার জন্য ছুটে চলে। বিল এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায় সেখানে পাখির অভ্যাধশ্রম ও পর্যটন কেন্দ্র তাদের দাবি এবং এ বিষয়ে মাননীয় খাদ্য মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
 
আলোচনায় অংশগ্রহণপূর্বক আলোকপাত করেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক সাদেক উদ্দিন প্রমুখ।