logo
আপডেট : ১০ আগস্ট, ২০২২ ২২:৫৫
খেলতে খেলতে পুকুরে পরে দেড় বছরের শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি

খেলতে খেলতে পুকুরে পরে দেড় বছরের শিশুর মৃত্যু

খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে। 

বুধবার দুপুরে ওই শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত। অন্যদিকে একই সময় শিশুটিও খেলায় ব্যস্ত ছিল। খেলতে খেলতে শিশুটি কখন পুকুরে পড়ে যায় কেউ টের পায়নি। মা ঘরের কাজ শেষে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে  শিশুটিকে বাড়ির পাশের পুকুরে ভাসতে  দেখতে পায়। এসময় তার আত্ত্বচিৎকারে পার্শ্ববতী লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে  কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

মৃত্যু শিশু ইয়াছিন আহম্মেদ ইরফান বড়ভিটা ইউপির ঘোনপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। 

বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- শিশুটির বয়স দেড় বছর। খেলতে খেলতে পুকুরে পরে গিয়ে মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  রাজীব কুমার রায় জানান- এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।