logo
আপডেট : ১২ আগস্ট, ২০২২ ২১:৪২
শাজাহানপুরে দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক করতোয়া’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে এবং দৈনিক করতোয়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, বিজিবি কর্মকর্তা মেজর রবিউল হাসান, থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন, মু্িক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌর গোপাল গোস্বামী। রোটারিয়ান মেজবাউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মোনাইম, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ঠিকাদার সিরাজুল ইসলাম রিক্তা, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, উপজেলা স্কাউটস্ সম্পাদক আব্দুল হালিম, দৈনিক করতোয়া’র বিশেষ প্রতিনিধি (অনলাইন) রাজিব সেলিম। এছাড়াও এতে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, সহকারি প্রোগ্রামার মোস্তাফিজার রহমান, শাজাহানপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, সাংবাদিক শহীন আলম, রমজান আলী রঞ্জু, মিজানুর রহমান, নাজিরুল ইসলাম, খাজা রতন, সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানের একপর্যায়ে করতোয়া’র শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজকে পাঠকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিজিবি কর্মকর্তা মেজর রবিউল হাসান। সবশেষে দৈনিক করতোয়া পরিবারসহ দেশবাসির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন দৈনিক করতোয়া’র অনলাই চ্যানেলের ইসলামীক অনুষ্ঠান ‘এসো আলোর পথে’র উপস্থাপক মাওলানা মোস্তাকিম হোসাইন।