
আধুনিক সুপরিকল্পিত ও মনোরম পরিবেশে বহুতল ভবন নির্মাণের প্রত্যয়ে বগুড়া খ্রিস্টিয়ান হাউজিং সোসাইটি। আকাশ ছোঁয়া স্বপ্ন, নিরাপদ আশ্রয় স্থলের জন্য সমস্ত অনুভূতির উৎসের প্রায় সবটায় যেন সেই তুমি, এমন অনুভূতি নিয়েই বগুড়া খ্রিস্টিয়ান হাউজিং সোসাইটি এগিয়ে যাচ্ছে স্বপ্নের ঠিকানা বিনির্মাণে। যুগ যুগ ধরে এই নীল আকাশ দেখতে চায়, দিনের আকাশে পাখি, রাতের আকাশে পূর্ণিমা। তার হাতের কাছে সব পাওয়া যাবে এটাই জীবনের সার্থকতা। শহুরে কোলাহল ছেড়ে নিজের মত করে গুছিয়ে নিতে পারবে আবাসস্থল। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, সুনিপূণ ছায়া ঘেরা, বৃক্ষের ডালে পাখি উড়া, শীতকালে সবুজ মাঠের পরে শিশির বিন্দু, বসন্তকালে বউরি পাখির কিচিরমিচির কিম্বা সংসারের প্রয়োজনীয়তা সহজেই মিটিয়ে নিতে পারবে এমন জায়গাতে আবাসিক ভবন নির্মান করতে যাচ্ছে বগুড়া খ্রিস্টিয়ান হাউজিং সোসাইটি। বগুড়া খ্রিস্টিয়ান হাউজিং সোসাইটির নান্দনিকতা যে কাউকে সহজেই স্পর্শ করবে।
বগুড়া খ্রিস্টিয়ান হাউজিং সোসাইটির উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় ওয়াইএমসিএ’র পলবেসরা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা বগুড়া খ্রিস্টিয়ান হাউজিং সোসাইটির আহ্বায়ক প্রকৌশলী মার্টিন রোনাল্ড প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি ও ওয়াইএমসিএ’র নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবাসন চাহিদা মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে অন্যতম। এ দেশে সীমিত ভুমি ও ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন চাহিদা সমাধানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এরই আলোকে কর্মরত খ্রিস্টভক্তদের আবাসনের যথাযথ ব্যবস্থা না থাকায় বগুড়া খ্রিস্টিয়ান হাউজিং সোসাইটি বসবাসের সুযোগদানের ব্যবস্থা করছে এটি একটি মহৎ উদ্যোগ ও প্রশংসার দাবি রাখে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পালক আন্দ্রিয় উদ্ধার মল্লিক, গিলবার্ট মৃধা, আঞ্জেলো পালমা, ডেনিস সরকার, পনুয়েল ব্যানার্জী, মি: সৌরভ বিশ্বাস, মাধব সরকার বগুড়া ওয়াইএমসিএ’র উপদেষ্টা মি: দিলীপ মারান্ডী, ডা: সুইটি, মার্থা সাথী বিশ্বাস, ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা দাস জুঁই, লাবনী ঢালী, সরকারী কর্মকর্তা ড. ডেভিড রিন্টু দাস প্রমুখ। মতবিনিময় সভাটি পরিচালনায় ছিলেন পাস্টার হারুন বিশ্বাস।