logo
আপডেট : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৩৭
প্রযুক্তিতে অন্য দেশের চেয়ে রুশ অস্ত্র ১০ বছর এগিয়ে: পুতিন
অনলাইন ডেস্ক

প্রযুক্তিতে অন্য দেশের চেয়ে রুশ অস্ত্র ১০ বছর এগিয়ে: পুতিন

বিশ্বের সর্বাধুনিক সমরাস্ত্র এখন রাশিয়ার হাতে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করে বলেছেন, প্রযুক্তির দিক থেকে অন্য দেশগুলোর চেয়ে রুশ অস্ত্র ১০ বছর এগিয়ে আছে।

সোমবার (১৫ আগস্ট) সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন।

পুতিন বলেন, আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী ও যোদ্ধাদের নিয়ে গর্ব করি। কারণ তারা দেশের জন্য বুক চেতিয়ে লড়ে যাচ্ছেন। তারা আমাদের স্বাধীনতার অতন্দ্র প্রহরী। তাদের ওপর মাতৃভূমির সার্বভৌমত্বের দায়িত্ব দিয়ে জনগণ নিশ্চিন্তে আছেন।

পুতিন আরও বলেন, তারা ইউক্রেনের দোনবাসে তাদের ওপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন। দোনেৎস্ক ও লুহানস্কের মানুষকে ইউক্রেনের স্বৈরশাসন থেকে মুক্ত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে পশ্চিমাদেশ দেশগুলোর নানা ধরনের নিষেধাজ্ঞা মুখোমুখি হতে হয়েছে দেশটিকে। রাশিয়া-ইউক্রেন ইস্যুতে গোটা বিশ্ব অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে।