logo
আপডেট : ১৬ আগস্ট, ২০২২ ১৫:৪৩
কাশ্মীরে ভারতীয় জওয়ানবাহী বাস নদীতে, নিহত অন্তত ৬
অনলাইন ডেস্ক

কাশ্মীরে ভারতীয় জওয়ানবাহী বাস নদীতে, নিহত অন্তত ৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ে গেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বহনকারী একটি বাস। মোট ৩৯ জন জওয়ান বাসটিতে ছিলেন। প্রাথমিকভাবে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

বাসটিতে ৩৭ জন আইটিবিপি জওয়ান ছিলেন। ছিলেন আরো দুই পুলিশ কর্মী। পহেলগাঁওয়ে ব্রেক ফেল হয় বাসের। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি নিচে পড়ে অনেকটাই দুমড়ে-মুচড়ে গিয়েছে।

পিটিআই সূত্রে খবর, হিমালয়ের তীর্থভূমি অমরনাথ যাত্রায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেরে বাসে করে ফিরছিলেন ওই জওয়ানরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা