
বরিশালের বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ।
বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল - ২ আসনের সংসদ সদস্য ও ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটশনের (পাইলট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহে আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর ক্যাপ্টেন (অব.) এমএ জব্বার, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী, উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। প্রসঙ্গত,এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে রোগীদের ফ্রি-চিকিৎসার পাশাপাশি ঔষধও বিতরণ করা হয়।