logo
আপডেট : ১৮ আগস্ট, ২০২২ ২১:১১
শাজাহানপুরে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সচেতনতা সভা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

শাজাহানপুরে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সচেতনতা  সভা

বগুড়ার শাজাহানপুরে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 
বুধবার  (১৭ আগস্ট) থানা পুলিশের উদ্যোগে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতা সভা করা হয়। 
 
সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
 
চোপিনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক মোল্লা সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সোহেল আক্তারের সঞ্চালনায় এ সময় সহকারী প্রধান শিক্ষক জাহিদুল,শিক্ষক  আবিদুর রহমান,আকতার হোসেন, জুয়েল হাসান,খায়রুল,সাইফুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থীগণ  উপস্থিত ছিলেন।
 
ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে। যে কোনো প্রকার অন্যায় অপরাধ সংগঠিত হতে দেখলে পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করেন।
 
এছাড়াও ইভটিজিং প্রতিরোধে বাল্যবিবাহ, নারী নির্যাতন, চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং যেকোনো সমস্যা প্রতিকারে জাতীয় জরুরী সেবা-৯৯৯ থেকে কিভাবে সেবা গ্রহণ করবে তা উপস্থাপন করেন।
 
এসময় প্রায় ২৫০ শিক্ষার্থীর মাঝে শাজাহানপুর থানা পুলিশের ডিউটি অফিসার,স্থানীয় বিট অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নম্বর সহ  সেবাসমূহের লিপলেট বিতরণ করা হয়।