সদ্য কারামুক্ত গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৮আগস্ট) বিকালে নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা সংবর্ধনা প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, মাহবুবর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, খাইরুল বাশার, তৌহিদুল আলম মামুন, আব্দুল মুহিত তালুকদার, মাফতুন আহমেদ খান রুবেল, বাবলু, মোরশেদ মিল্টন, এনামুল কাদির এনাম, শেখ তাহাউদ্দিন নাহিন, শহিন উন নবী সালাম, সাইদুজ্জামান শাকিল, জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান। উল্লেখ্য গত ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ও বিষ্ফোরক আইনে গাবতলী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন শেষে ১৯ জুলাই জেলা জজ আদালতে জামিন নিতে আসলে আদালত শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। ২৮দিন করাভোগের পার ১৬ আগস্ট হাইকোর্ট থেকে জামিন মুক্ত হন।