logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪৫
আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
অনলাইন ডেস্ক

আর্চারিতে বাংলাদেশের সোনা জয়

এশিয়া কাপ আর্চারি প্রতিযোগিতার স্টেজ-৩ এর এককের ফাইনালে সোনা জয় করল বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে চীনের শি ঝেনকিকে হারিয়ে দিয়েছেন রোমান সানা। 

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে শুক্রবার এককের ফাইনালের প্রথম সেটটি ড্র হয় ২৮-২৮ স্কোরে। দ্বিতীয় সেটে ২৯-২৬ স্কোরে রোমান হেরে যান ।

পরের তিনটি সেট নিজের করে নেন ২৭-২৫, ২৮-২৫ ও ২৮-২৭ স্কোরে জয়ের মধ্য দিয়ে।

এককে সোনা আসলেও দলগত ইভেন্টে সোনা জিততে পারেনি বাংলাদেশ। রোমান, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলদের নিয়ে গড়া দলটি হেরেছে চীনের আর্চারদের কাছে। ৫-৩ সেট পয়েন্টে হেরে লাল-সবুজ দল পেয়েছে রুপা।

পদক এসেছে আর্চারি মিশ্র দ্বৈতেও। রোমান ও বিউটি রায় জুটি জিতেছে ব্রোঞ্জ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে চাইনিজ তাইপেকে।

বাংলাদেশ আর্চারি দলকে পৃষ্ঠপোষকতা করছে মধুমতি ব্যাংক।