হলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা স্যামি শোর না ফেরার দেশে পাড়ি জমালেন। ১৮ মে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ৭০ বছরের দীর্ঘ কর্মজীবনে অগণিত ভক্ত পেয়েছেন স্যামি শোর।
বহু কমেডি শোয়ের প্রযোজনাও করেছেন তিনি। ‘ব্রাদার স্যাম’, ‘কাম হিল উইথ মি’ ‘সেভেন্টি স্কস’ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। তিনটি বইও লিখেছেন তিনি। কিন্তু ‘লাস্ট কমিক সিটিং’ নামে তার লেখা শেষ বইটি তিনি শেষ করে যেতে পারেননি।
স্যামি শোরের ছেলে পাওলি শোরও একজন কৌতুক শিল্পী। তিনি বাবার মৃত্যুতে টুইটারে দুঃখ প্রকাশ করে লিখেছেন, বাবা তুমি একটা অসাধারণ জীবনযাপন করেছো। আমার বলতে গর্ব হয় তুমি আমার বাবা। যখন তুমি পরলোকে থাকবে তখন আমি রাতের পর রাত মঞ্চে তোমার ধারা বহন করে নিয়ে যাবো। তোমায় ভালোবাসি বাবা। শান্তিতে থেকো।
স্যামি শোর ‘জেরি লেয়ুইস দ্য বেল বয়’, ‘মেল ব্রুকস’, ‘লাইফ স্তিঙ্কস’সহ অসংখ্য হলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন।