logo
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২২ ২১:৩৮
পার্বতীপুরের দু'টি খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

পার্বতীপুরের দু'টি খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র  পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুরের দু'টি খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন  দিনাজপুরের নব নিযুক্ত পুলিশ সুপার। বুধবার বিকেলে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া কঠিন শিলা (পাথর খনি) পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম-সেবা।

জানা গেছে,পরিদর্শন কালে প্রতিটি ইউনিটের ইউনিট প্রধানগণের সাথে প্রত্যেক প্রতিষ্ঠানের উৎপাদন অব্যাহত ও কেপিআই সমূহের সার্বিক নিরাপত্তা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সাথে ছিলেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) দিনাজপুর, মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ি সার্কেল), দিনাজপুর, অফিসার ইন-চার্জ পার্বতীপুর মডেল থানাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনাজপুরের পুলিশ সুপারের কেপিআই সমূহ পরিদর্শনকালে প্রতিটি ইউনিটের প্রধান ও কর্মকর্তাবৃন্দ তাঁকে স্বাগত জানান ও পরিদর্শন কাজে সার্বিক সহযোগিতা করেন বলে জানা গেছে।