logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৩:০৫
ব্রিটেনের রানির মৃত্যুতে স্পিকারের শোক
অনলাইন ডেস্ক

ব্রিটেনের রানির মৃত্যুতে স্পিকারের শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি রানির বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  

উল্লেখ্য, সত্তর বছর ধরে যুক্তরাজ্যের সিংহাসনে আসীন থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মৃত্যুবরণ করেন। ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসরের জন্ম। তিনি ১৯৫২ সালে সিংহাসনে আসীন হয়েছিলেন। উইনস্টন চার্চিল থেকে লিজ ট্রাস- রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালে ১৫ জন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। তাঁর অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস হচ্ছেন ১৫তম প্রধানমন্ত্রী।