logo
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫৬
রানির মৃত্যু: ব্রিটিশ জাতীয় সংগীতে পরিবর্তন
অনলাইন ডেস্ক

রানির মৃত্যু: ব্রিটিশ জাতীয় সংগীতে পরিবর্তন

রানির মৃত্যুর পর থেকেই ব্রিটেনের অনেক কিছুই পালটে যেতে শুরু করেছে। ১৯৫২ সাল থেকে যে জাতীয় সংগীত গেয়ে আসছিলেন ব্রিটিশরা। রানির মৃত্যুর পর এবার পরিবর্তন আসছে। জাতীয় সঙ্গীতটি ১৭৪৫ সালে লেখা হয়েছিল এবং মূলত তৎকালীন শাসক রাজা তৃতীয় জর্জের সম্মানে "গড সেভ দ্য কিং" শিরোনাম ছিল।

পরে ব্রিটিশ জাতীয় সঙ্গীত গাওয়া হয় রানির সম্মানের কথা মাথায় রেখে। গানে কয়েকটি জায়গায় রানির কথা বলা হয়েছে। এবার তা বদলে নতুন রাজার কথা বলা হবে।   এখন থেকে গড সেভ দ্য কুইনের জায়গায় ‘গড সেভ দ্য কিং’ গাইবে সবাই।

রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মৃত্যুবরণ করেন। ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।  

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট।