logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩২
বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
অনলাইন ডেস্ক

বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

বগুড়া শহরের চক কানপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চককান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জহুরুল ইসলাম চককানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন

জানাগেছে, মেডিকেল কলেজ এলাকায় জহুরুলের মত অনেকেই অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেয়ার কাজে নিয়োজিত। শুক্রবার সন্ধ্যায় ভাড়া ঠিক করা নিয়ে জহুরুলের সঙ্গে অন্যদের বিরোধ হয়। এনিয়ে একটি অ্যম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে জহুরুল মেডিকেল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পিছনে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। ওই অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জড়িতদের চিহ্নিত করেছেন। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।