logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৫
বিআইডব্লিউটিএ’র তৃতীয় ইকোপার্ক উদ্বোধন
অনলাইন ডেস্ক

বিআইডব্লিউটিএ’র তৃতীয় ইকোপার্ক উদ্বোধন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মিত টঙ্গী ইকোপার্ক উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১১ কোটি ৬৬ লক্ষ টাকা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শনিবার (১০ সেপ্টেম্বর) টঙ্গী নদী বন্দরে ইকোপার্কের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, টঙ্গী ইকোপার্ক নির্মাণ কাজটি ৮ নভেম্বর ২০২০ শুরু হয়ে ১৫ এপ্রিল ২০২২ সম্পন্ন হয়েছে। টঙ্গী নদী বন্দর এলাকায় ৩.০ একর অধিগ্রহণকৃত ভূমির মধ্যে ২.৫ একর ভূমিতে ইকোপার্কটি নির্মিত হয়। ইকোপার্কটি নির্মাণের ফলে অত্র এলাকার সর্বস্তরের জনগণের কাঙ্খিত বিনোদনসহ দৃষ্টিনন্দন পরিবেশে পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে সহায়তা করবে।

তাছাড়া নদীর তীরভূমি দখলরোধ করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ইকোপার্কে ফলজ, বনজ ও ঔষধিসহ প্রায় দশ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। যা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এখানে পাঁচতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার, ছয়টি চাইল্ড রাইড ও একটি ঝরণা রয়েছে।