logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪১
আজ মাঠে নামছে পিএসজি
অনলাইন ডেস্ক

আজ মাঠে নামছে পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি জায়ান্টদের আজকের প্রতিপক্ষ ব্রেস্ট। এবারের লিগে এটি তাদের সপ্তম ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

ব্রেস্টের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোসরা।

৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ব্রেস্ট। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেন্স। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। আজকের ম্যাচ জিতে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠার হাতছানি তাদের সামনে।