logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৪১
শাজাহানপুরে খাদ্য বান্ধব কমিটির সভা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে খাদ্য বান্ধব কমিটির সভা

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বগুড়ার শাজাহানপুর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সেমিনার রুমে উপজেলা খাদ্য বান্ধব কমিটির আয়োজনে এ সভা করা হয়।

সভায় আগামীকাল বুধবার  উপজেলায় ১৮টি ডিলার মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রয় শুরু করার বিষয়ে সিধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ এর  সভাপতিত্বে কমিটির সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন,খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান,আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মহন সাহা,খাদ্য পরিদর্শক এস এম আতিকুল ইসলাম,উপজেলা খাদ্য বান্ধব কমিটি সদস্য সাংবাদিক মিজানুর রহমান,বেতগাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হাসিবুল হাসান সহ সকল ডিলার,বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভার আলোচ্য  সূচির মধ্যে ছিল উপজেলার ৮১০৩ জন সুবিধাভোগীদের ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ  প্রনয়ন সম্পন্ন ও নতুন তথ্য যাচাই-বাছাই করা।

উপজেলার ৯টি ইউনিয়নে ১৮ টি ডিলারের মাধ্যমে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার  ১৫ টাকা  দরে কার্ডপ্রতি ৩০কেজি চাল বিক্রয় করা হবে।