logo
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৫:০৭
বাকিংহাম প্যালেসে পৌঁছাল রানির মরদেহ
অনলাইন ডেস্ক

বাকিংহাম প্যালেসে পৌঁছাল রানির মরদেহ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ স্কটল্যান্ডের এডিনবরা থেকে বাকিংহাম প্যালেসে পৌঁছেছে। বিবিসি জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গাড়িবহর বাকিংহাম প্যালেসে পৌঁছায়।

রানির কফিন এডিনবরা থেকে সামরিক একটি বিমানে করে লন্ডনে পৌঁছায়। রানির মরদেহ গ্রহণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রীসহ আরো অনেকে।

রানির মরদেহ বহনকারী গাড়িবহর আসার খবরে বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেসের সড়কের দুই পাশে বহু মানুষ অপেক্ষায় ছিলেন। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ।  

বিমানবন্দর থেকে বাকিংহাম প্যালেসের দূরত্ব ১৪ মাইল। পুরো পথের দুই ধারেই মানুষের ব্যাপক ভিড় ছিল বলে জানিয়েছে বিবিসি।

বাকিংহাম প্যালেসে পৌঁছালে রানির কফিন গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস, প্রিন্স উইলিয়াম ও হ্যারিসহ রাজ পরিবারের সদস্যরা।

এর আগে সোমবার এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছে হাজার হাজার মানুষ। ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।  

রানি দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায় জানাতে লন্ডনে উপস্থিত হবেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও তাদের জীবনসঙ্গীরা। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছরে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।
সূত্র: বিবিসি।