শুত্রবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের যুগ্ম সচিব নায়েব আলী মন্ডল বগুড়ার আদমদীঘি উপজেলায় নির্মিত মডেল মসজিদ পরিদর্শন করেছেন।
মডেল মসজিদ পরিদর্শনের পর তিনি উপজেলা সদরের বাবা আদম(রহঃ)এর মাজার ও মসজিদ,এতিমখানা ও তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তালসন মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা শিবেশ কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের যুগ্ম সচিব নায়েব আলী মন্ডল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও প্রধান শিক্ষক মনজু আরা বেগম,সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম প্রমূখ।