logo
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪৯
বগুড়ায় বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ায় বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ১২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ সুরুত জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ রবিবার ভোর রাতে তাকে গ্রেফতা্র করা হয় বলে জানায় র‌্যাব-১২।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম হতে ঢাকাগামী যাত্রীবাহী বাসে যাত্রীবেশে ১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজাসহ ভ্রমণ করছে বলে জানতে পারে। এরই ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার ভোরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কালিতলা নামক স্থানে খালেক মাস্টার এর বাড়ির কাছে বগুড়া-রংপুর মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ সুরুত জামান (৩৮), পিতা-মৃত সিনাত উল্লাহ, সাং-রহিমপুর উত্তরপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুরকে ১২কেজি ২০০ গ্রাম গাঁজা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।