logo
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:০৯
দুই মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় ৬৩ কোটি টাকা
হিলি দিনাজপুর প্রতিনিধিঃ

দুই মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় ৬৩ কোটি টাকা

চলতি (২০২২-২৩) অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৫ মেট্রিকটন। তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৬৩ কোটি ১৩ লাখ ৮২ হাজার ১৯৯ টাকা।

 
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস।
 
তিনি বলেন, ২০২২-২৩ চলতি অর্থবছরে জুলাই মাসে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ৮৯৭ মেট্রিকটন। তা থেকে সরকারী রাজস্ব আদায় হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৬৬৭ টাকা। আগস্ট মাসে এবন্দরে ভারতীয় পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২০ হাজার ১৫৮ মেট্রিকটন। সরকার পেয়েছেন ৩৪ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৫৩২ টাকা রাজস্ব। মোট দুই মাসে পণ্য আমদানি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৫ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব এসেছে মোট ৬৩ কোটি ১৩ লাখ ৮২ হাজার ১৯৯ টাকা।
 
এবন্দরে ভারত থেকে পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে।