logo
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৮
শিবগঞ্জে আন্ত: ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে সম্প্রীতি সমাবেশ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে আন্ত: ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে সম্প্রীতি সমাবেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশে বিদ্যমান আন্ত: ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে উপজেলা পর্যায়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তার, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুনজুরুল আলম, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপজেলা ইমাম সমিতি সভাপতি শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন, পূজা উদযাপন পরিষদ সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাঈল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়া তমাল, ইউপি চেয়ারম্যা আবু জাফর, অধ্যাপক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক হাবিবুল আলম, তাজুল ইসলাম, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, আব্দুর রউফ রুবেল, পবন রায়, পূজা উদযাপন পরিষদ নেতা মোহন লাল কানু, গণেশ প্রদাদ কানু, আশিষ কুমার, শিক্ষার্থী নাজমুল হক প্রমুখ।