logo
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২ ২২:৪৭
পার্বতীপুরে ৭ জুয়াড়ীর জরিমানা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে ৭ জুয়াড়ীর জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে ৭ জুয়াড়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশন (ভূমি) ও (সিনিয়র সহকারী সচিব) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই জরিমানা করেছেন।  
 
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, থানার এস আই (নিঃ) দেওয়ান জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্স সহ পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক কে সহায়তা প্রদান কালীন সময় বৃহস্পতিবার রাতে রেলওয়ে দক্ষিণ ইয়ার্ড এলাকায় জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতদের ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় অপরাধ করায় প্রত্যেককে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা জরিমানা করেন। এদের মধ্যে রয়েছেন সজীব মোল্লা (২৪),মোঃ আমান শেখ (২৩),মোঃ রেজা শেখ (২৪),মোঃ রিংকু শেখ(২৫), মোঃ সজল ঢালী (২৭),সোহেল রানা(২৭) ও মোঃ মহিদুল চোকদার (৫২)। এরা সবাই পার্বতীপুর পৌরসভা এলাকার রোস্তম নগর মহল্লার অধিবাসী।