
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫৫
সৈয়দপুরে বিভিন্ন মামলার পলাতক ১২ আসামি গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ১২ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই সব আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকালই আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে , সম্প্রতি আদালত থেকে বিভিন্ন মামলায় পলাতক থাকা আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়। আর ওই সব গ্রেফতারি পরোয়ানা সৈয়দপুর থানায় পাঠানো হয়েছে। আদালত থেকে পলাতক আসামী গ্রেফতারি পরোয়ানা পুলিশ সে সব তামিল করতে তৎপর হয়ে উঠেন। থানার উপ-পরিদর্শক সাহিদুর রহমান, ইন্দ্র মোহন রায়, নারায়ন চন্দ্র বর্মণ,আহসান হাবিব,রেজাউল আলমসহ অন্যান্য অফিসাররা বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পলাতক ১২ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন নান্নু মিয়া (৫৬), রাব্বি ওরফে ববি (২০), মোবারক আলী (২৮),নরমজান আলী (৫০), মিন্টু (৪৫), সুমন (৩২), গিয়াস (৬০), আজিম ইসলাম সুজন (২১), আনোয়ার হোসেন (৩১), জাবেদ(৩১), আজাদ (৩০) এবং ওবায়দুল ইসলাম (৪৫)। তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে আদালত ও থানায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন থেকে পলাতক ছিল তারা।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম পুলিশী অভিযানে পলাতক থাকা আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।