logo
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৩
পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

সহকারি শিক্ষকদের ১১তম এবং প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড প্রদানসহ সাত দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক শিক্ষকরা।আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, পঞ্চগড় সদর উপজেলা সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ প্রমূখ। উক্ত মানববন্ধন কর্মসূচিতে পঞ্চগড় সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।