logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২ ২১:১৫
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জাপানের জয়
অনলাইন ডেস্ক

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে জাপানের জয়

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় অঘটন ঘটালো জাপান। ২-১ গোলে প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে জাপান। এর দুবারের ১ টি হেরেছে আরেকটি ড্র হয়েছে।

প্রথম ম্যাচেই জার্মানির রক্ষণ ভাগের দুর্বলতা বার বার দেখিয়ে দিল জাপান। সামনে জার্মানির মতো শক্তি থাকলেও গুটিয়ে থাকেননি জাপানের ফুটবলাররা। গোটা ম্যাচে সমানে সমানে লড়াই করলেন তারা। শুরুটা আক্রমণাত্মক মেজাজেই করেন তারা। বরং জার্মানিই কিছুটা ধীরে শুরু করে।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্রতিপক্ষকে কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন ম্যানুয়েল ন্যুয়ার। ম্যাচের ৫ মিনিটে প্রথম কর্ণার পায় জাপান। তার তিন মিনিট পরেই গোলের সুযোগ পেয়ে যায় এশিয়ার দেশটি। জাপানের মিয়েদা গোলও করেন। যদিও অফসাইডের জন্য বাতিল হয়ে যায় গোলটি।

জাপান বিপজ্জনক হয়ে উঠছে বুঝে স্বাভাবিক খেলা শুরু করে জার্মানি। ধীরে ধীরে মাঝমাঠের দখল নিয়ে নেন কিমিচ জোসুয়া, থমাস মুলাররা। ক্রমশ জার্মান আক্রমণের ঝাঁঝ বাড়তে থাকে জাপানের বক্সে। এশীয় ফুটবলের এক নম্বর শক্তি প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করে। তাতেই বাজিমাত করল তারা।

৩৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে গোল করেন গুন্ডয়ান। এই গোলের জন্য দায়ী জাপানের গোলরক্ষক গোন্ডা। তিনিই বক্সের মধ্যে ফাউল করেন জার্মানির এক ফুটবলারকে। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও গোলের সংখ্যা বাড়াতে পারেনি জার্মানি। গোল করার একাধিক সুযোগ পেয়েছিল জাপানও। তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি।