logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২ ১৩:৩৫
আর্মি-পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি
অনলাইন ডেস্ক

আর্মি-পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ভারসাম্য ও সহনশীলতা না থাকলে আর্মি পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নেপালের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি একথা বলেন।

এ সময় সিইসি বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়।এ জন্য রাজনৈতিক দলগুলোকে এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।