বগুড়ার গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাটনারপাড়া ও চকসুত্রাপুর থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ আরিফিন সৈকত (২৯) ও রিমা খাতুন (৩২) কে আটক করেছে।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের কাটনারপাড়া করোনেশন স্কুলের পূর্ব পাশ থেকে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজনি ও ৪ রাউন্ড গুলি সহ আরিফিন সৈকত (২৯) কে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে শহরের চকসুত্রাপুর চামরা গুদাম এলাকা থেকে সোহাগ সরকারের স্ত্রী রিমা খাতুনকে (৩২) আটক করে। আটককৃত রিমা খাতুনের স্বীকারোক্তিতে তার বসত বাড়ীর ২য় তলার ছাদে বালির স্তুপের মধ্য হইতে ০১ টি নাইন এম এম বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজনি উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান,এই ঘটনায় বগুড়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।