logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২ ১৪:৪৬
ইরানের স্বপ্নভঙ্গ, শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

ইরানের স্বপ্নভঙ্গ, শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

স্বপ্নভঙ্গ হল ইরানের। অথচ কাতার বিশ্বকাপে এশিয়ার প্রথম দেশ হিসেবে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল তাদেরেই। কিন্তু যুক্তরাষ্ট্রের ফুটবলারদের পায়ে ভেঙে গেল ইরানের স্বপ্ন। ১-০ গোলে ইরানকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল যুক্তরাষ্ট্র।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ড্র করলেই হত ইরানকে। সেই কারণেই হয়তো প্রথম থেকে একটু রক্ষণাত্মক ফুটবল খেলছিল ইরান। তারই ফায়দা তুলল যুক্তরাষ্ট্র। প্রথম দু’ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে তারা। বার বার ইরানের বক্সে প়ৌঁছে যাচ্ছিলেন ক্রিশ্চিয়ান পুলিসিচ, জশ সার্জেন্টরা। ৩৪ মিনিটের মাথায় ভাঙল ইরানের রক্ষণ। গোল করলেন পুলিসিচ।

গোল খাওয়ার পরে কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করে ইরান। দলের বেশ কয়েকটি পরিবর্তন করেন ইরানের কোচ কার্লোস কুইরোজ়। গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে চলে আক্রমণ প্রতি-আক্রমণের খেলা।

শেষ দিকে গোল করার অনেক চেষ্টা করে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের গোলের মুখ খুলতে পারেনি তারা। শেষ পর্যন্ত ০-১ গোলে হেরে মাঠ ছাড়তে হল ইরানকে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় গেল আমেরিকা।