বুধবার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সভাকক্ষে বগুড়া জেলা স্পন্দন প্রতিবন্ধী নারী পরিষদ এর আয়োজনে ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় এবং Wish2 Action, ippf, ukaid এর অর্থায়নে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্পন্দন প্রতিনন্ধী নারী পরিষদের সভাপতি রেবেকা আক্তার (রিতা)। উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিক্যাল ডাঃ বেলাল উদ্দিন, মেরী স্টোক বগুড়া ও নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত ডিজিও জিয়াউল করিম সরকার, ব্র্যাক বগুড়া আঞ্চলিক অফিসের আঞ্চলিক ম্যানেজার ইমরুল চৌধুরী।
নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম আহম্মেদ এর সঞ্চালনায় সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক তানভীর আহমেদ, আব্দুল হান্নান, আরিফুর রহমান, জাহেদুর রহমান, রাহুল সরকার, আতিকুল ইসলাম, মানবী সংস্থার ফিল্ড সুপার ভাইজার সুজন কুমার রায়, কাহালু জাগরনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হারুন অর রশিদ, নারহট্র সংগ্রামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ। উক্ত সমন্বয় সভায় সেবাদানকারী প্রতিষ্ঠানের ৩০ জন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।