logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৯
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৃষক আব্বাস আলী হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম মামলার ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শেখেরহাটি গ্রামের মংগু মিয়া, দুলু মিয়া, মঞ্জু মিয়া, জংগু মিয়া, এনায়েত, কাজল ও কাকন। আসামিদের মধ্যে মঞ্জু মিয়া পলাতক। আর মামলা চলাকালে মারা যান দুইজন। আসামিরা সবাই পরস্পরের আত্মীয়।

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের শেখেরহাটি গ্রামে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে হত্যা করে আব্বাস আলীকে। ওই ঘটনায় ওই দিনই নিহত আব্বাসের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর অষ্টগ্রাম থানা পুলিশ ২০০৫ সালের ১৯ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাখাল চন্দ্র দে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আব্বাস আলীকে হত্যা করে। ওই ঘটনায় ২০০৫ সালের ১৯ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। দীর্ঘদিন ধরে মামলাটি চলে আসছিল। আজ সকালে আদালত মামলায় সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।