logo
আপডেট : ২ জানুয়ারী, ২০২৩ ১৯:৩৮
আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খননের দায়ে এক লাখ টাকা জরিমানা
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ

আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খননের দায়ে এক লাখ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নে কুসম্বী গ্রামের পাশে অবৈধ ভাবে ভেকু দিয়ে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালত পুকুর মালিককে মুচলেকা ও ভেকু মালিকের এক লাখ টাকা জারিমানা আদায় করেছে।

সোমবার সকালে ভ্রাম্যমান আদালতে এক্ধিসঢ়;্রকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের কুসম্বী গ্রামের পাশে কদমগাড়ী নামক স্থানে অবৈধ ভাবে ভেকু দিয়ে পুকুর খননের কাজ চলছে। ভ্রাম্যমান আদালত ওই স্থানে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ১টি ভেকু ও ২টি ডাম ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় ভেকু মালিক ও পুকুর খননকারী মালিক ঘটনাস্থল থেকে দ্রুত সর্টকে পরে। এঘটনার পর ভেকু মালিক ও পুকুর খননকারীকে ভ্রাম্যমান আদালতে হাজির করে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমান আদালত ভেকু মালিক বগুড়ার শাজাহানপুর উপজেলার চপীনগর গ্রামের মতিউর রহমানের এক লাখ টাকা জরিমানা আদায় করেন এবং পুকুর খননকারী আদমদীঘি উপজেলা সদরের কেশরতা গ্রামের মতিজ উদ্দীনের ছেলে আবু সাইদকে স্বর্তে মতে আর যেন পুকুর খনন না করে এজন্য একটি মুচলেকা নেয় হয়।