শনিবার বগুড়ার কাহালু চারমাথাস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জম্মদিন পালন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কর্তন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ হেলালুর রহমান (হেলাল)। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, সাবেক সহ-সভাপতি এ্যাডঃ রেজাউল হক (রেজ), আওয়ামীলীগনেতা ও দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান (বদের), উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানুল হক, যুবলীগনেতা নাসির উদ্দিন (নান্নু) প্রমূখ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাফিকুল ইসলাম (শফিক)। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কর্তন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।