চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে ঘন কুয়াশার মধ্যে শবযাত্রায় একটি ট্রাক উঠে গেলে ১৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ২২ জন।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে গেছে। শবযাত্রায় পেছন থেকে লোকজনকে চাপা দেয় একটি ট্রাক। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় গত মাসেও চীনের মধ্যাঞ্চলে মহাসড়কে বড় ধরনের এক দুর্ঘটনায় পড়ে শতাধিক যানবাহন। তাতে অন্তত একজন নিহত হন।
গত সেপ্টেম্বরে গুইঝো প্রদেশে একটি বাস সড়কে উল্টে গেলে ২৭ যাত্রীর প্রাণহানি ঘটে।