logo
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৩ ১৯:৪০
সৈয়দপুর পৌরসভা এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর পৌরসভা এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের মাধ্যমে প্রাপ্ত ৪৯০ টি কম্বল নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার দুস্থ ও  শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের ওই  কম্বল বিতরণ হয়।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান উপস্থিত থেকে গরীব, দুস্থ ও শীতার্তদের হাতে ওই  কম্বলগুলো তুলে দেন।

এ সময় সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র -১ মো. শাহিন হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আকতার শাহিন, ১৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ মঞ্জুর আলম, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জোবায়দুর রহমার শাহীন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিরল কাজী জাহানারা বেগম ও তথ্য কর্মকর্তা একেএম আকমল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই দিন সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে গরীব ও দুস্থ মানুষের মাঝে ৪৯০টি কম্বল বিতরণ করা হয়েছে। 

সৈয়দপুর পৌরসভা সূত্র জানায় , চলতি শীত মৌসুমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৪৯০টি কম্বল বরাদ্দ মিলেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ওই সব কম্বল পাওয়া  গেছে।