logo
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৩ ২০:১৩
পঞ্চগড়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মশালা

পঞ্চগড়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস এম শরিফ আফজাল, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাফাত বিন শাহ ও স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়াউদ্দিন। কর্মশালায় তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। প্রধান অতিথি সিভিল সার্জন ডা. রফিকুল হাসান তার বক্তব্যে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে স্ব স্ব অবস্থান থেকে গন সচেতনতা সৃষ্টির আহবান জানান।

কর্মশালায় সরকারি ও বেসরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ইমাম, শিক্ষকসহ সমাজের বিভিন্ন পেশার নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।